insta logo
Loading ...
×

তৃণমূল প্রার্থী বেছে দিয়েকাশিপুরে বিতর্কিত লাল কালিতে পোস্টার!

তৃণমূল প্রার্থী বেছে দিয়েকাশিপুরে বিতর্কিত লাল কালিতে পোস্টার!

নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:


লাল কালিতে লেখা পোস্টার ঘিরে চাঞ্চল্য
ছড়ালো পুরুলিয়ার কাশিপুরে। শনিবার কাশিপুর বিধানসভা এলাকার পাহাড়পুর গ্রামের একটি মাটির বাড়ির দেওয়ালে সাদা কাগজে লাল কালি দিয়ে হাতে লেখা রাজনৈতিক বার্তাবাহী একাধিক পোস্টার দেখতে পান স্থানীয়রা। পোস্টারগুলিতে দাবি করা হয়েছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কাশিপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে শান্তিপ্রিয় সরেনকে দেখতে চান স্থানীয় জনসাধারণ। এখানেই শেষ নয়, ওই পোস্টারে লেখা রয়েছে “জনসাধারণ অন্য কাউকে প্রার্থী হিসাবে দেখতে চায় না। মমতা দিদি জিন্দাবাদ। অন্য কেউ দাঁড়ালে ফল ভোগ করতে হবে।”

এই ঘটনার পরিপ্রেক্ষিতে
কাশিপুর তৃণমূল শিবিরে হৈ চৈ বেঁধে যায়। পুলিশ অবশ্য ওই পোস্টারগুলি সরিয়ে তদন্ত শুরু করেছে। কে বা কারা এই ধরনের বার্তা দিয়ে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে তা খতিয়ে দেখছে।
শ্যামাপদ কর্মকার নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, “এমন ঘটনা আমাদের গ্রামে আগে ঘটেনি। কে বা কারা এই কাজ করেছে বুঝে উঠতে পারছি না। তবে এটা উদ্বেগের বিষয়।” কাশিপুর ব্লক তৃণমূলের তরফে জানানো হয়েছে, বিষয়টি তারা
পুলিশকে জানিয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছেন।

কাশিপুরের বর্তমান বিজেপি বিধায়ক কমলাকান্ত হাঁসদা বলেন, “এই ধরনের অজ্ঞাত বার্তাবাহী পোস্টার দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা চলছে। প্রশাসনের উচিত দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করা।”
২১ জুলাইয়ের আগে এই পোস্টার ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে এলাকায়।

Post Comment