insta logo
Loading ...
×

তৃণমূল নেতাকে বেধড়ক পিটিয়ে গ্রেফতার ৩

তৃণমূল নেতাকে বেধড়ক পিটিয়ে গ্রেফতার ৩

নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:

পুরুলিয়ার রাজনীতিতে যা বিরল, তাই কি এবার শুরু হলো? রাজনৈতিক হানাহানি জঙ্গলমহলের এই জেলায় ঘটে কদাচিৎ। মঙ্গলবার ভোর বরাবাজারে সাক্ষী থাকল সেই বিরল ঘটনার। তৃণমূল কংগ্রেসের যুব সভাপতিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বরাবাজার ব্লকের লক্ষ্মণপুর গ্রামের এই ঘটনায় গুরুতর জখম বরাবাজার ব্লক তৃণমূল যুব সভাপতি দীপক কুমার মাহাতো। তাঁর অভিযোগ এদিন ভোরে স্থানীয় মন্দিরের কাছে দাঁড়িয়ে থাকার সময় বেশ কয়েকজন বিজেপি ও বজরং দলের সদস্য তার ওপর চড়াও হয়। তাঁকে বাঁচাতে গিয়ে জখম হয়েছেম দেবাশীষ মাহাতো ও ঝাবুলাল মাহাত নামের আরও দুই ব্যক্তি। পুলিশ আহতদের উদ্ধার করে। প্রথমে বরাবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।পরে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় ব্লক যুব সভাপতিকে।

সদর হাসপাতালে তাঁকে দেখতে যান পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, জেলা তৃণমূলের চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুমিতা সিং মল্ল ও পুরুলিয়া জেলা তৃণমূলের যুব সহ-সভাপতি বিকাশ মাহাতো।

জেলা তৃণমূল চেয়ারম্যান হংসেশ্বর মাহাতোর অভিযোগ, লোকসভা ভোটে এলাকায় পর্যুদস্ত হয়ে ঝামেলা পাকানোর মওকা খুঁজছে বিজেপি। এলাকায় তাদের পায়ের নিচে কোনও জমিই নেই, তাই এই আক্রমণ।

জেলা পরিষদের সহ-সভাধিপতি তথা পুরুলিয়া জেলা তৃণমূলের অন্যতম সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, ” এই ঘটনার পেছনে রাজনীতি আছে কি নেই এটা পুলিশ প্রশাসন তদন্ত করে দেখছে। তবে এটা ঘটনা আমাদের নেতা বিজেপির হাতে আক্রান্ত হয়েছেন। ওই ব্লক যুব সভাপতি স্থানীয় মেলার সার্বিক দায়িত্বে ছিলেন। এলাকার মানুষের সমর্থন নিয়েই তাকে ওই দায়িত্ব দেওয়া হয়েছিল। তা মেনে নিতে পারছিল না বিজেপি। এই কারণেই পরিকল্পিতভাবে ওই হামলা করা হয়। “

তবে বিজেপির জেলা সহ-সভাপতি শঙ্কর মাহাতো বলেন, ” এই ঘটনার পেছনে কোন রাজনীতি নেই। এটা গ্রাম্য বিবাদ। তৃণমূল নেতারা তো এখন গ্রামে-গঞ্জে সাধারণ মানুষজনের হাতে মার খাচ্ছেন। এর পেছনে নিশ্চয়ই কোন কারণ আছে। প্রশাসন সেটা তদন্ত করে দেখবে।”

একই দাবি করে পুরুলিয়া জেলা বিজেপির সহ সভাপতি গৌতম রায় বলেন, “এই ঘটনার সাথে রাজনীতির কোনো যোগ নেই। গ্রামে শিব গাজনের মেলাকে কেন্দ্র করে গ্রাম্য বিবাদ।অত্যাচারী তৃণমূল নেতা জনরোষের শিকার। “

ঘটনায় যুক্ত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, ধৃত তিনজনের নাম চৌধুরি মাহাতো, সঞ্জয় মাহাতো ও ফলারি মাঝি। তাদের বাড়ি লক্ষণপুর-পড়াশা এলাকায়। বুধবার ধৃতদের পুরুলিয়া আদালতে তোলা হচ্ছে।

Post Comment