insta logo
Loading ...
×

তৃণমূল জেলাস্তরের সভায় এ কোন ছবি?

তৃণমূল জেলাস্তরের সভায় এ কোন ছবি?

সুইটি চন্দ্র, পুরুলিয়া:

রাজ্যজুড়ে যখন “ধর্মতলা চলো” স্লোগানে জোরদার প্রস্তুতি চলছে, তখন পিছিয়ে নেই জঙ্গলমহলের পুরুলিয়া জেলা। অঞ্চল ও ব্লক স্তরের সভার পর রবিবার জেলা স্তরের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো পুরুলিয়ার রবীন্দ্র ভবনে। ওই সভাকে ঘিরে সকাল থেকেই পুরুলিয়া শহরে ছিল রাজনৈতিক উন্মাদনা ও ব্যাপক জনসমাগম।

তৃণমূল কংগ্রেসের পতাকায় রঙিন হয় রবীন্দ্র ভবনের চত্বর। প্রচণ্ড গরমের মধ্যেও জেলার নানা প্রান্ত থেকে কর্মী-সমর্থকেরা ভিড় জমান সভাস্থলে। মঞ্চে বারবার প্রতিধ্বনিত হতে থাকে “মা-মাটি-মানুষের সরকার চাই, একুশে জুলাই কলকাতায় যাই” স্লোগান।

সভায় উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও বিচার বিভাগের মন্ত্রী মলয় ঘটক, জেলা নেতৃত্ব ও বিভিন্ন স্তরের নেতা নেত্রী ও কর্মীরা। মন্ত্রী বলেন, “একুশে জুলাই আমাদের হৃদয়। শহীদদের স্মরণে আবার রাজপথে নামবে তৃণমূল। পুরুলিয়া থেকে কমপক্ষে পঞ্চাশ হাজার কর্মী এবার ধর্মতলার সভায় অংশ নেবেন। এটিই আমাদের আদর্শের শক্তি প্রকাশের দিন।”

সভায় দলের পক্ষ থেকে কর্মীদের ধর্মতলার সভায় অংশগ্রহণে উৎসাহিত করা হয়। আলোচনা হয় সাংগঠনিক প্রস্তুতি, যাত্রার লজিস্টিক, নিরাপত্তা ও পরিবহন সংক্রান্ত বিষয় নিয়েও।

সভা শেষে রবীন্দ্র ভবনের বাইরে দলীয় কর্মীদের মধ্যে দেখা যায় প্রবল উৎসাহ ও আত্মবিশ্বাস। একুশে জুলাই উপলক্ষে শুধু কলকাতার পথেই নয়, আদর্শের পথে পা বাড়াতে প্রস্তুত পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস।

Post Comment