অমরেশ দত্ত, মানবাজার:
তুলির টানে সেজে উঠেছে মানবাজার রাজবাড়ির রথ। বৃহস্পতিবার রথযাত্রা ঘিরে সাজ সাজ রব। এই রথে চড়ে শুক্রবার মাসির বাড়ি যাবেন প্রভু জগন্নাথ, প্রভু বলরাম ও দেবী সুভদ্রা। রথযাত্রা দেখতে ভিড় জমে অসংখ্য পুণ্যার্থীর। পুণ্য অর্জনের আশায় জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথের দড়িতে টান দেন ভক্তরা। ২৫০ বছরের প্রাচীন এই রথযাত্রা উৎসবে সাবেকিয়ানা ও বৈচিত্রের মেলবন্ধন ঘিরে সমগ্র মানবাজার মহকুমা জুড়ে উৎসাহ দেখা যায়। রথযাত্রা ঘিরে প্রস্তুতি তুঙ্গে। জগন্নাথ মন্দিরের সেবায়েত দেবাশীষ নারায়ণ দেব বলেন, “রথযাত্রার দিন এখানে নর নারায়ণ সেবা করানোর ঐতিহ্য আছে। যে নির্ধারিত পথে রথ মাঝপাড়া মাসির বাড়ি যায় সেই পথেই যাবে এবছরও। “
Post Comment