insta logo
Loading ...
×

তিন দিন পর সুবর্ণরেখা নদীতে তলিয়ে যাওয়া ঝালদার যুবকের দেহ উদ্ধার

তিন দিন পর সুবর্ণরেখা নদীতে তলিয়ে যাওয়া ঝালদার যুবকের দেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

তিন দিন নিখোঁজ থাকার পর অবশেষে উদ্ধার হল ঝালদার পুস্তি অঞ্চলের ভুশুডি গ্রামের বাসিন্দা দেবেন লোহার (২০)-এর দেহ। সুবর্ণরেখা নদীতে মাছ ধরতে গিয়ে বৃহস্পতিবার সকালে নদী পার হওয়ার সময় তলিয়ে গিয়েছিলেন ওই যুবক। শনিবার সকালে বাঘমুন্ডি থানার গাগিঘাট এলাকায় নদী থেকে তার দেহ উদ্ধার হয়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর ছ’টা নাগাদ নদী পার হওয়ার সময় হঠাৎ স্রোতে ভেসে যান দেবেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঝালদা থানার পুলিশ। এরপর পশ্চিমবঙ্গ অসামরিক প্রতিরক্ষা দপ্তরের উদ্ধারকারী দল ও আসানসোল ডিজাস্টার ম্যানেজমেন্ট সেভেন ব্যাটেলিয়নের যৌথ উদ্যোগে শুরু হয় উদ্ধার অভিযান। সারা বৃহস্পতিবার জুড়ে চলে তল্লাশি, তবে কোনও সাফল্য মেলেনি। শুক্রবার দুপুরে একটি অজ্ঞাত পরিচয়ের দেহ উদ্ধার হলেও তা নিয়ে তৈরি হয় বিভ্রান্তি। দেবেনের মা শীতলা লোহার জানান, সেটি তাঁর ছেলের দেহ নয়।

ফলে পুনরায় শুরু হয় তল্লাশি। এ বার অভিযানে নামে সিভিল ডিফেন্সের দুটি বিশেষ দল। অবশেষে শনিবার সকাল নাগাদ ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে গাগি ঘাট এলাকায় নদী থেকে উদ্ধার হয় দেবেনের দেহ।
দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

অপরদিকে, মৃত যুবকের স্ত্রী ষষ্ঠীবালা লোহার চার মাসের সন্তানকে নিয়ে অসহায় অবস্থায় রয়েছেন। তিনি প্রশাসনের কাছে পাশে থেকে সাহায্যের
আবেদন জানিয়েছেন।

এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোক। প্রতিবেশীরা জানিয়েছে, দেবেন পরিশ্রমী এবং মিশুক প্রকৃতির যুবক ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে গ্ৰামের মানুষ বাকরুদ্ধ।

Post Comment