insta logo
Loading ...
×

তরুণীর সর্বনাশ, গ্রেফতার বৃদ্ধ

তরুণীর সর্বনাশ, গ্রেফতার বৃদ্ধ

নিজস্ব প্রতিনিধি,পাড়া:

এক তরুণীকে ধর্ষণের অভিযোগে পাড়া থানার পুলিশ এক বৃদ্ধকে গ্রেফতার করল। পুলিশ জানিয়েছে ধৃতের নাম অশ্বিনী কৈবর্ত্য। তার বাড়ি পাড়া থানার আমলাতোড়া গ্রামে। শুক্রবার ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
বৃহস্পতিবার মাঠে গরু চরাতে গিয়েছিল বছর ২২ এর ওই তরুণী। অভিযোগ, ওইদিন দুপুরে তাকে একা পেয়ে টেনে নিয়ে গিয়ে একটি ঝোপের আড়ালে ওই বৃদ্ধ তাকে ধর্ষণ করেন। পাশাপশি এই ঘটনা নির্যাতিতা কাউকে জানালে তার প্রাণনাশেরও হুমকি দেওয়া হয় বলে তরুণীর দাবি। যদিও ঘটনার পর বাড়ি ফিরে ওই তরুণী সমস্ত ঘটনা তার মাকে জানান। এরপরেই ওই তরুণীর মা পাড়া থানায় অভিযোগ দায়ের করেন। নির্যাতিতার মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে পাড়া থানায় ধর্ষণ ও প্রাণনাশের হুমকির একটি মামলা রুজু করে , তদন্ত শুরু করে পাড়া থানার পুলিশ। ওইদিন ডাক্তারি পরীক্ষা করানো হয় তরুণীর। মায়ের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

Post Comment