insta logo
Loading ...
×

তরু*ণীর ছবিতে ভুয়ো অ্যাকাউন্ট, পুলিশের জালে ইঞ্জিনিয়ারিং ছাত্র

তরু*ণীর ছবিতে ভুয়ো অ্যাকাউন্ট, পুলিশের জালে ইঞ্জিনিয়ারিং ছাত্র

নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা:

সামাজিক মাধ্যমে এক তরুণীর ছবি ব্যবহার করে একাধিক ভুয়ো অ্যাকাউন্ট খোলার অভিযোগে গ্রেফতার এক ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। ধৃত যুবকের নাম শুভম ঘোষ, বাড়ি পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা থানার অন্তর্গত বুনুয়াড়া গ্রামে। শনিবার তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৫ সেপ্টেম্বর পুঞ্চা থানায় ওই তরুণী লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগে তিনি জানান, তার ছবি ব্যবহার করে একাধিক ভুয়ো প্রোফাইল তৈরি করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথোপকথন চালানো হচ্ছে। ঘটনায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ। সূত্রের খবর, তদন্তের ভিত্তিতে শুভমকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।

Post Comment