নিজস্ব প্রতিনিধি, আড়শা:
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধানের জমিতে উল্টে গেল একটি ডাম্পার। রবিবার ,ঘটনাটি ঘটেছে পুরুলিয়া-বেগুনকোদর রাজ্য সড়কের আড়শা থানার রুগড়ি মোড়ের সামনে। স্থানীয়রা জানান, দ্রুত গতিতে আড়শার থেকে পুরুলিয়া দিকে যাচ্ছিল ডাম্পারটি । চালক নিয়ন্ত্রণ হারালে, দুর্ঘটনাটি ঘটে । উল্টে যায় ডাম্বারটি। তবে হতাহতের কোন খবর নেই।
Post Comment