insta logo
Loading ...
×

ডা*ইনি সন্দেহে খু*ন, পরিবারের পাশে থাকার আশ্বাস বিজ্ঞান মঞ্চের

ডা*ইনি সন্দেহে খু*ন, পরিবারের পাশে থাকার আশ্বাস বিজ্ঞান মঞ্চের

নিজস্ব প্রতিনিধি, পাড়া:

চাপুড়ি গ্রামের মাটিতে আজও ঝাঁঝালো আতঙ্কের ছায়া। সোমবার রাতে ‘ডাইনি’ বলে অভিযুক্ত করে পদবী টুডু নামে এক আদিবাসী গৃহবধূর নৃশংস ভাবে হত্যার ঘটনার চারদিন কেটে গেলেও গ্রামের মানুষের মনে এখনও শোক, ভয় আর ক্ষোভ মিলেমিশে আছে।

ঘটনার পর প্রতিকার ও নিরাপত্তার দাবিতে বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া জেলা শাখা। জেলা সম্পাদক নয়ন মুখোপাধ্যায় জানান, “ আমরা নিহতের পরিবারের সঙ্গে দেখা করেছি, তাদের আইনি সহায়তা দেওয়ার কথাও বলা হয়েছে। পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। পরবর্তীকালে গ্রামে সচেতনতা মূলক কর্মসূচিও গ্রহণ করা হবে। আমরা চাই দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি করা হোক।”

পাড়া থানার পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পদবী টুডুকে ‘ডাইনি’ বলে অপদস্থ করা হত। সেই উত্তেজনার মাঝে সোমবার রাতে শ্বশুরবাড়ির কয়েকজন তার ওপর চড়াও হয়ে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে গৃহবধূকে আঘাত করে। রক্তক্ষরণ শুরু হয়। ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে এবং হত্যার মামলা রুজু করে গোটা ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে মোট ছ’জনকে গ্রেফতার করে।ধৃতদের মধ্যে দুই মহিলা রয়েছেন। গ্রেফতারদের রঘুনাথপুর আদালতে তোলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের স্বামী সুভাষ টুডু বলেছেন, “বছরের পর বছর আমার স্ত্রীকে ‘ডাইনি’ বলে অপমান করা হতো। শেষমেশ তারা মিলে মেরে ফেলল তাঁকে।” নিহতার মেয়ে ঊষারানি টুডু কেঁদে বলেন, “মা বহুদিন ধরেই নির্যাতিত ছিলেন। আমি নিজের চোখে দেখি ওরা কীভাবে মাকে মেরেছে। দোষীদের কড়া শাস্তি চাই।” গ্রামের একাংশে এখনও সেই রাতের চিৎকার ও আতঙ্কের ছবি ঘুরে বেড়াচ্ছে।

Post Comment