নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
ট্রেন যাত্রীর সোনার গয়না ভর্তি একটি ব্যাগ চুরির ঘটনায় এক মহিলাকে
গ্রেফতার করলো পুরুলিয়া জিআরপি থানার পুলিশ। তার বাড়ি পুরুলিয়া পুরসভার ২২ নং ওয়ার্ডের সরবাগান এলাকায়। শুক্রবার সকালে হানা দিয়ে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।উদ্ধার করা হয় চুরি যাওয়া ওই সোনার গয়না। শুক্রবার তাকে পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হয়।
জিআরপি সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া শহরের কুকস্ কম্পাউন্ড এলাকার এক মহিলা আদ্রা থেকে খড়গপুর -রাঁচি মেমু এক্সপ্রেস ট্রেন ধরে পুরুলিয়া আসেন। সেই সময় পাশে থাকা একটি ছোট ব্যাগ নিয়ে পালিয়ে যায় অজ্ঞাত পরিচয় ওই মহিলা। সেই ব্যাগে ছিল সোনায় বাঁধানো এক জোড়া পোলা, এক জোড়া শাখা, আধার কার্ড, ও নগদ ১ হাজার টাকা। ঘটনার প্রায় সঙ্গে সঙ্গেই চুরির বিষয়ে জিআরপি থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা যাত্রী। ওই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে জিআরপি থানার পুলিশ। বিভিন্ন সূত্র মারফত ও আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে কয়েক ঘন্টার মধ্যেই ওই অভিযুক্ত মহিলাকে শনাক্ত করে জিআরপি থানার পুলিশ। তারপরেই পুরুলিয়া পুরসভার ২২নং ওয়ার্ডের সরবাগানে হানা দিয়ে অভিযুক্ত-র বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় চুরি যাওয়া সোনার গয়না। জিআরপি থানার পুলিশের এমন তৎপরতায় খুশি ওই মহিলা ট্রেন যাত্রী।










Post Comment