insta logo
Loading ...
×

ট্রেন চলাচলে প্রভাব, বাতিল একাধিক ট্রেন

ট্রেন চলাচলে প্রভাব, বাতিল একাধিক ট্রেন

নিজস্ব প্রতিনিধি, আদ্রা:

দক্ষিণ-পূর্ব রেলওয়ের আদ্রা বিভাগে আগামী সপ্তাহ থেকে রোলিং ব্লক কর্মসূচির জেরে একাধিক ট্রেনের পরিষেবায় প্রভাব পড়তে চলেছে। ইঞ্জিনিয়ারিং, ট্র্যাকশন ডিস্ট্রিবিউশন এবং সিগন্যাল ও টেলিকম বিভাগগুলির যৌথ উদ্যোগে ৬ অক্টোবর, সোমবার) থেকে ১২ অক্টোবর, রবিবার পর্যন্ত চলবে এই রোলিং ব্লক কর্মসূচি।

রেল সূত্রে জানানো হয়েছে, এই সময়ে কিছু ট্রেন সম্পূর্ণভাবে বাতিল থাকবে, আবার কিছু ট্রেনের যাত্রাপথ আংশিকভাবে কমিয়ে দেওয়া হবে বা প্রস্থান সময় পিছিয়ে দেওয়া হবে।

রেল সূত্রে বলা হয়েছে, পরিকাঠামো উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের জন্যই এই রোলিং ব্লক কর্মসূচি নেওয়া হয়েছে। যাত্রীদের অসুবিধা কমানোর জন্য আগাম জারি করা হয়েছে এই বিজ্ঞপ্তি ।

বাতিল ট্রেন:

রেল সূত্রে জানা গিয়েছে, ৬ থেকে ১২ অক্টোবরের মধ্যে কয়েকটি মেমু প্যাসেঞ্জার ট্রেন সম্পূর্ণভাবে বাতিল থাকবে। এর মধ্যে রয়েছে আসানসোল–আদ্রা–আসানসোল (৬৮০৪৬/৬৮০৪৫)১২ অক্টোবর , আদ্রা–ভাগা–আদ্রা (৬৮০৭৭/৬৮০৭৮) ৬,৮,১০,১১ ও ১২ অক্টোবর , আদ্রা–বরাভূম–আদ্রা (৬৮০৫৩/৬৮০৫৪)১২ অক্টোবর, টাটা–আসানসোল (৬৮০৫৬) ১১ অক্টোবর এবং আদ্রা–মেদিনীপুর–আদ্রা (৬৮০৯০/৬৮০৮৯) মেমু ট্রেন ১০ ও ১২ অক্টোবর বাতিল থাকবে।

যাত্রাপথ সংক্ষিপ্তকরণ:

কয়েকটি ট্রেন নির্দিষ্ট দিনে তাদের পূর্ণ রুটে চলবে না। যেমন, টাটা–আসানসোল–বারাভূম (৬৮০৫৬/৬৮০৬০) মেমু ট্রেন ৭ অক্টোবর আদ্রা স্টেশন পর্যন্তই চলবে। তেমনি ১১ অক্টোবর আসানসোল–বরাভূম ও আসানসোল–টাটা মেমু ট্রেনও আদ্রা পর্যন্তই চলবে।
এছাড়াও, ঝাড়গ্রাম–ধনবাদ এক্সপ্রেস (১৮০১৯/১৮০২০) ওই সপ্তাহের দু’দিন ৭ ও ১০ অক্টোবর বোকারো স্টিল সিটি পর্যন্তই চলবে। ওই দুই দিন বর্ধমান–হাটিয়া মেমু এক্সপ্রেস (১৩৫০৩/১৩৫০৪) গোমো পর্যন্ত চলবে, আর আসানসোল–পুরুলিয়া মেমু (৬৩৫৯৪/৬৩৫৯৩) ১২ অক্টোবর আদ্রাতেই শেষ করবে তার যাত্রা।

পুনঃনির্ধারণ:
রোলিং ব্লকের কারণে কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছাড়বে। এর মধ্যে ১২ অক্টোবর বক্সার–টাটানগর এক্সপ্রেস (১৮১৮৪) ৯০ মিনিট দেরিতে, ৮ ও ১১ অক্টোবর হাটিয়া–খড়গপুর এক্সপ্রেস (১৮০৩৬) ২ ঘন্টা দেরিতে, ১২ অক্টোবর খড়গপুর–হাতিয়া এক্সপ্রেস (১৮০৩৫) ২ ঘন্টা দেরিতে এবং ৬,১০,১১ ও ১২ অক্টোবর ধনবাদ–বাঁকুড়া মেমু (৬৮০৮৮) ১ ঘন্টা দেরিতে ছাড়বে।

যাত্রাপথ পরিবর্তন :
৮ অক্টোবর টাটা–হাটিয়া এক্সপ্রেস (১৮৬০১) চান্ডিল–পুরুলিয়া–কোটশিলা–মুরি রুটের পরিবর্তে চলবে চান্ডিল–গোড্ডা বিহার–মুরি রুটে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই রোলিং ব্লকের মাধ্যমে ট্র্যাক ও ওভারহেড সরঞ্জামের সংস্কার কাজ দ্রুত সম্পন্ন হবে। যাত্রীদের যেন অযথা বিভ্রান্ত না হন, তার জন্য রেলের তরফে সমস্ত স্টেশনেই নোটিস বোর্ডে এই তথ্য জানানো হয়েছে।

Post Comment