নিজস্ব প্রতিনিধি, কাশিপুর :
পথচারী বৃদ্ধাকে ধাক্কা মারল এসিই টেম্পো। ছিটকে পড়ে মাথায় মারাত্মক চোট পেলেন ওই বৃদ্ধা। বছর পঁয়ষট্টির ওই জখম বৃদ্ধার নাম আশা বাউরি। তাঁর বাড়ি কাশিপুর থানার জিন্না মণিপুর গ্রামে। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে কাশিপুর বাঁকুড়া রাস্তায় ঘাটরাঙামাটি মোড়ে। জখম বৃদ্ধাকে উদ্ধার করে পুলিশ বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে।
Post Comment