নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:
স্কুল শিক্ষার ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি। এশিয়ার অন্যতম সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ‘টেকনো ইন্ডিয়া’ গ্রুপের পক্ষ থেকে এ বার রাজ্যের অন্যতম সেরা শিক্ষক হিসেবে দ্রোণাচার্য পুরস্কার পাচ্ছেন পুরুলিয়ার ছেলে অনুপ কুমার মণ্ডল। পুরুলিয়া-২ ব্লকের খুদিবাঁধ উচ্চ বিদ্যালয়ের গণিতের সহ-শিক্ষক তিনি।
ছোটবেলা থেকেই পড়াশোনায় একনিষ্ঠ অনুপবাবু পুরুলিয়া শহরেই বড়ো হয়েছেন। পুরুলিয়া জেলা স্কুলে পড়াশোনা, পরে জে কে কলেজ থেকে গণিতে অনার্স। তার পর বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষকতা জীবনের শুরু পূর্ব মেদিনীপুরের নন্দকুমার ব্লকের রাজনগর রামচন্দ্র আদর্শ বিদ্যাপীঠে। সেখানেই কিছু মহৎ মানুষের সংস্পর্শে এসে সমাজমুখী কাজের অভিজ্ঞতা। ওই সময়েই ‘নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন’-এর লোকশিক্ষা পরিষদের স্পনসর পড়ুয়াদের গণিতে বিশেষ শিক্ষা দেওয়ার সুযোগ পান। পাশাপাশি লেখা দুটি গণিতের বই—‘সরল জ্যামিতি বোধ’ ও ‘মাধ্যমিক অবজেক্টিভ গণিত’ কলকাতা থেকে প্রকাশিত হয়।
পরবর্তী কালে বদলি হয়ে নিজের জেলা পুরুলিয়ায় ফিরে আসেন তিনি। খুদিবাঁধ উচ্চ বিদ্যালয়ে সহ-শিক্ষক হিসেবে যোগ দেওয়ার পরও সমান উত্সাহে শিক্ষাদান চালিয়ে যাচ্ছেন।
তবে শুধু শিক্ষক হিসেবেই নয়, সমাজকর্মী হিসেবেও বিশেষ পরিচিতি রয়েছে অনুপবাবুর। করোনা কালে নিজের উদ্যোগে বহু মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি। ছেলের জন্মদিনে ‘আপনা ঘর আশ্রম’-এর আবাসিকদের পেট পুরে খাইয়ে নজির তৈরি করেছিলেন। কিন্তু এই সব নিয়ে বাড়তি কিছু বলতে নারাজ অনুপবাবু। তাঁর সোজাসাপটা মন্তব্য, “মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াতেই হবে। এর মধ্যে বিশেষ কিছু নেই।”
অধ্যবসায়ী শিক্ষক থেকে সমাজকর্মী—সব দিকেই উজ্জ্বল অনুপ কুমার মণ্ডল। তাই এ বার দ্রোণাচার্য পুরস্কার তাঁর হাতে পৌঁছনো নিছক কাকতালীয় নয়, পুরুলিয়ার গর্ব।










Post Comment