insta logo
Loading ...
×

টিউশন পড়ানোর নামে ছাত্রীকে যৌন নিগ্রহ, কলেজ শিক্ষকের কারাদণ্ড

টিউশন পড়ানোর নামে ছাত্রীকে যৌন নিগ্রহ, কলেজ শিক্ষকের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

টিউশন পড়ানোর নামে ছাত্রীকে যৌন নিগ্রহ করার দায়ে দোষী সাব্যস্ত হয়ে ৫ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হলেন এক কলেজ শিক্ষক। জেলার একমাত্র মহিলা কলেজ নিস্তারিণী কলেজের সহকারী অধ্যাপক বিকাশ দত্তকে দোষী সাব্যস্ত করল আদালত। পুরুলিয়ার স্পেশাল কোর্টে বিচারক রানা দাম মঙ্গলবার এই সাজা ঘোষণা করেন।

রায় অনুযায়ী, অভিযুক্ত অধ্যাপককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারক। জরিমানার অর্থ আদায় হলে তা ভুক্তভোগী ছাত্রীর কল্যাণ ও ভবিষ্যৎ উন্নয়নের জন্য ব্যয় করা হবে। তবে জরিমানা না দিলে অভিযুক্তকে অতিরিক্ত ছ’মাসের সাধারণ কারাদণ্ড ভোগ করতে হবে।

আদালত জানিয়েছে, দুটি সাজাই একসঙ্গে চলবে। বিচার চলাকালীন অভিযুক্তের জেল হেফাজতে কাটানো সময় চূড়ান্ত সাজা থেকে বাদ যাবে।

অধ্যাপক বিকাশ দত্তের বিরুদ্ধে মামলা হয়েছিল পকসো আইনের ১০ নম্বর ধারা অনুসারে। ১১ মাসের মাথায় আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে এই সাজা ঘোষণা করল।

২০২৪ সালের শিক্ষক দিবসের দিনেই চাঞ্চল্যকর যৌন নিগ্রহের অভিযোগ উঠেছিল ওই কলেজ অধ্যাপকের বিরুদ্ধে ৷ প্রথম বর্ষের নির্যাতিতা কলেজ ছাত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে ওই অধ্যাপককে গ্রেফতার করেছিল পুলিশ।

জানা গিয়েছে, কলেজে ভূগোলের অধ্যাপক বিকাশবাবু পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। পুরুলিয়ায় একটি ভাড়া বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। ভূগোল মেজরের প্রথম সেমেস্টারের ওই ছাত্রী ধৃত অধ্যাপকের কাছে টিউশন পড়ত। অতিরিক্ত সময়ে ওই ছাত্রীকে পড়ানোর অছিলায় অভিযুক্ত অধ্যাপক তাঁকে ভাড়া বাড়িতে ডেকে শারীরিকভাবে হেনস্থা করে বলে অভিযোগ ওঠে ৷
ধৃতের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করা হয়।

Post Comment