নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
টানা বৃষ্টিতে বিপর্যস্ত পুরুলিয়ার ঝালদার মসিনা গ্রামের নায়কপাড়া। একের পর এক কাঁচাবাড়ি ধসে গৃহহীন হয়ে পড়েছেন একাধিক পরিবার। ঝালদা থানার কংগ্রেস পরিচালিত মাড়ুমসিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই গ্রামে দুর্ভোগ চরমে উঠেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের এক সদস্য ছটি নায়ক জানান, রবিবার রাতে রান্নার সময় আচমকাই তাদের বাড়ির একাংশ ভেঙে পড়ে। বাড়িটিতে স্বামী-স্ত্রী, শাশুড়ি এবং দুই সন্তানসহ মোট ছয়জন থাকতেন। প্রাণে বাঁচলেও এখন কোথায় আশ্রয় নেবেন, তা নিয়ে হতাশা ঘনিয়ে এসেছে তাদের জীবনে। তাঁর অভিযোগ, “আবাস যোজনার তালিকায় নাম থাকা সত্ত্বেও চূড়ান্ত পর্যায়ে আমাদের নাম বাদ দেওয়া হয়। যদি পাকা বাড়ি থাকত, আজ হয়তো এই দিন দেখতে হতো না।”
শুধু ছটি নায়ক নন, স্থানীয় কংগ্রেস গ্রাম পঞ্চায়েত সদস্য রোহিন কুমারও স্বীকার করেন, একাধিক পরিবার একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আশ্রয়ের জন্য এলাকায় কোনো কমিউনিটি হল না থাকায় মানুষের দুর্দশা আরও গভীর হচ্ছে।
ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছান ঝালদা এক নম্বর ব্লক জয়হিন্দ বাহিনীর সভাপতি পরেশ কুমার। তিনি বলেন, “আমি দলের পদাধিকারী হলেও প্রথমে একজন স্থানীয় মানুষ। এই পরিস্থিতি দেখে সত্যিই খুব কষ্ট লাগছে। বিষয়টি দ্রুত বিধায়ক ও বিডিও-র কাছে তুলে ধরা হবে। যাতে দুর্গত পরিবারগুলো দ্রুত পাকা বাড়ি পায়।”
Post Comment