insta logo
Loading ...
×

টাকা দিচ্ছে না সমবায়, বিক্ষোভ জয়পুরে

টাকা দিচ্ছে না সমবায়, বিক্ষোভ জয়পুরে

নিজস্ব প্রতিনিধি, জয়পুর :

নিজের জমানো টাকা ব্যাংকে রাখেন মানুষ, একটাই ভরসায়—অসময় এলে যাতে কাজে লাগে। কিন্তু সেই ভরসাই এখন ভাঙছে জয়পুরে। ব্যাংকের মতোই ভরসা করা সমবায়ে জমা রাখা অর্থই হাতে পাচ্ছেন না গ্রাহকেরা। ফলে চূড়ান্ত বিক্ষোভের ছবি ধরা পড়ল জয়পুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির আমানত বিভাগে।

চার মাস ধরে টাকার জন্য ঘুরেও কিছু না মেলায় সোমবার সমবায় কার্যালয়ে ভিড় জমালেন শতাধিক মহিলা-পুরুষ। তাঁদের ক্ষোভ, সংসার চালাতে হিমশিম খাওয়া অবস্থায় জমানো সঞ্চয় কাজে লাগানোর সুযোগও নেই। কেউ অসুস্থ আত্মীয়ের চিকিৎসার খরচ জোগাতে পারছেন না, কেউ মেয়ের বিয়ের প্রস্তুতি নিয়ে দুশ্চিন্তায়। সমবায়ের কর্মীরা জানিয়ে দিচ্ছেন, ‘‘টাকা নেই।’’

স্থানীয় গ্রাহকদের আক্ষেপ, ‘‘চাষবাসের কাজ করে যা পাই, তার সামান্য অংশ জমাই। ভেবেছিলাম প্রয়োজনে কাজে লাগবে। এখন বিপদে পড়ে পয়সা চাইতে এসে খালি হাতে ফিরতে হচ্ছে। বলা হয়েছিল নির্বাচনের পর নতুন বোর্ড বসলে টাকা মিলবে। নতুন বোর্ড এলেও কাজের কাজ কিছু হচ্ছে না। তাই বাধ্য হয়ে আন্দোলনে নামতে হল।’’

দু’মাস আগে দীর্ঘ পাঁচ বছর পর সমবায়ের নির্বাচন শেষ হয়েছে। গঠিত হয়েছে নতুন কমিটি। কিন্তু আমানতকারীদের ভরসা ফেরেনি। সমবায়ের সম্পাদক সুভাষ রায় ভান্ডারী অবশ্য দাবি করেছেন, সমস্যার সমাধান দ্রুত হবে। তাঁর কথায়, ‘‘নতুন বোর্ড দায়িত্ব নেওয়ার পর থেকেই চেষ্টা চলছে। প্রশাসনিক কিছু জটিলতায় টাকা লেনদেনে সমস্যা হয়েছে। তবে সরকারি প্রকল্পের টাকা, যেমন লক্ষীর ভান্ডার বা বার্ধক্য ভাতা, সেই লেনদেন ঠিক মতো হচ্ছে।’’

তিনি দাবি করেন, সমবায়ের নিজস্ব তহবিলে প্রায় চার কোটি টাকা রয়েছে। তার মধ্যে এক কোটি টাকার লেনদেনের অনুমতি চাওয়া হয়েছে বিভাগীয় দপ্তরে। তবে সাত কোটিরও বেশি ঋণের বোঝা রয়েছে বলে স্বীকার করেছেন তিনি। আশ্বাস দিয়ে সুভাষবাবু বলেন, ‘‘২৪ সেপ্টেম্বর থেকে আমানতকারীদের টাকা দেওয়া শুরু হবে।’’

অন্যদিকে জয়পুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ম্যানেজার অয়ন মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘‘যে সব সমস্যা তৈরি হয়েছে, তা ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমরা চেষ্টা করছি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে। গ্রাহকদের অসুবিধা যাতে না হয়, সেটাই এখন প্রধান লক্ষ্য।’’

কিন্তু আমানতকারীদের হুঁশিয়ারি স্পষ্ট—২৪ তারিখেও টাকা না মিললে ফের বিক্ষোভে নামবেন তাঁরা।

Post Comment