insta logo
Loading ...
×

টাকার লোভে ধর্ষণ, ধৃত ৫৭ বছরের প্রৌঢ়

টাকার লোভে ধর্ষণ, ধৃত ৫৭ বছরের প্রৌঢ়

নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:

টাকার লোভ দেখিয়ে কিশোরীকে ধর্ষণ! এমন অভিযোগে গনেশ রায় নামে এক প্রৌঢ়কে গ্রেফতার করল পুরুলিয়ার কাশিপুর থানার পুলিশ। তার বাড়ি কাশিপুর থানার ক্রোশজুড়ি গ্রামে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে গত ১২ মে। সেদিনই বছর ১৫র এক কিশোরীকে টাকার লোভ দেখিয়ে ধর্ষণ করে ওই প্রৌঢ়। এই ঘটনায় পরের দিন ধর্ষিতার পরিবার কাশিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনার কথা জানাজানি হতেই অভিযুক্ত পালিয়ে বেড়াচ্ছিল। বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে তাকে ধরে ফেলে পুলিশ।

শুক্রবার বছর ৫৭র ওই প্রৌঢ়কে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়।

Post Comment