insta logo
Loading ...
×

ঝোপের মধ্যে হঠাৎ দেহ! মৃত অচেনা, আর অনেক প্রশ্ন

ঝোপের মধ্যে হঠাৎ দেহ! মৃত অচেনা, আর অনেক প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি , মানবাজার:

গাছের ডালে ঝুলছে দেহ। গলায় ফাঁসের দাগ। আর তারই জেরে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার মানবাজার থানার ধানাড়া অঞ্চলের উদয়পুর গ্রামে। শনিবার দুপুরে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে আতঙ্ক ছড়াল গোটা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর দু’টো নাগাদ গ্রামের কয়েকজন বাসিন্দা খড় কাটতে গিয়ে পাশের একটি ঝোপের মধ্যে গাছে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির দেহ দেখতে পান। এরপরই তাঁরা মানবাজার থানায় খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মানবাজার থানার পুলিশ। পুলিশ দেহটি নামিয়ে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।

পুলিশ জানিয়েছে, মৃতের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। তার পরনে ছিল একটি পুরনো প্যান্ট ও শার্ট। দেহে পচন ধরেনি, ফলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে—মৃত্যু খুব বেশি আগের নয়। তবে এটি আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনার তদন্তে নেমেছে মানবাজার থানার পুলিশ। এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি আশপাশের থানাগুলিতে নিখোঁজ ডায়রির খোঁজ নেওয়া হচ্ছে।

Post Comment