insta logo
Loading ...
×

ঝালদা দুই ব্লকে শালদহ নদীগর্ভে সেতু গড়লেন গ্রামবাসীরাই!

ঝালদা দুই ব্লকে শালদহ নদীগর্ভে সেতু গড়লেন গ্রামবাসীরাই!

নিজস্ব প্রতিনিধি,ঝালদা:


বর্ষার আগে যোগাযোগ সমস্যা দূর করতে শালদহ নদীর উপর অস্থায়ী সেতু নির্মাণে হাত লাগালেন ঝালদা দুই নম্বর ব্লকের বামনিয়া বেলাডি গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক গ্রামের মানুষ। নিজেদের চেষ্টাতেই সেতু নির্মাণের এই নজিরবিহীন উদ্যোগ নিয়েছেন বরুয়াকোচা, পটমাডি, নওয়াগোড় সহ আশপাশের গ্রামের বাসিন্দারা।

প্রসঙ্গত, বরুয়াকোচা থেকে পাড়ুয়া যাওয়ার রাস্তায় শালদহ নদী বাধা হয়ে দাঁড়ায়। নদীর উপর পাকা সেতু না থাকায় বর্ষাকালে বেগুনকোদর, চাতমবাড়ি হাইস্কুল কিংবা কোটশিলা বাজারের মতো গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছনো দুঃসাধ্য হয়ে পড়ে। সমস্যায় পড়েন সাধারণ মানুষ ও ছাত্র-ছাত্রীরা।
স্থানীয়রা জানান, বিকল্প যে রাস্তা রয়েছে, তা প্রায় ছয় কিলোমিটার ঘুরপথ। যা সময়সাপেক্ষ ও কষ্টসাধ্য।
এই প্রসঙ্গে বরুয়াকোচা গ্রামের বাসিন্দা দ্বারিক সিং মুড়া বলেন, “অনেক বছর ধরেই এই সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা। ভোটের সময় নেতা-মন্ত্রীরা সেতু তৈরির প্রতিশ্রুতি দেন, কিন্তু বাস্তবে কিছুই হয়নি। ফলে বর্ষাকালে নদীর জল বাড়লে আমরা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ি।” ওই এলাকার বাসিন্দা
সন্তোষী মুর্মুর কথায়, “প্রতিবছর নিজেরাই সাঁকো বা অস্থায়ী সেতু বানিয়ে বর্ষা পার করি। প্রশাসনের কাছে আমাদের দাবি দ্রুত এই নদীর উপর একটি স্থায়ী সেতু নির্মাণ হোক।” বামনিয়া- বেলাডি গ্রাম পঞ্চায়েতের প্রধান পরি কৈবর্ত জানান, “সমস্যার কথা আমরা শুনেছি। তবে পঞ্চায়েতের পক্ষ থেকে এত বড় সেতু নির্মাণ করা সম্ভব নয়। বিষয়টি ব্লক ও জেলা প্রশাসনের দৃষ্টিতে আনার চেষ্টা করা হবে। যাতে দ্রুত সমস্যার সমাধান হয়।”

Post Comment