insta logo
Loading ...
×

ঝালদা জুড়ে সুখবর! কবে শুরু সুবর্ণরেখা জল প্রকল্প?

ঝালদা জুড়ে সুখবর! কবে শুরু সুবর্ণরেখা জল প্রকল্প?

নিজস্ব প্রতিনিধি, ঝালদা :

জলসংকট মিটতে চলেছে পুর শহর ঝালদায়। ‌ ঝালদা শহরে পানীয় জলের সংকট মেটাতে প্রস্তাবিত সুবর্ণরেখা জল প্রকল্পের প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হল। ঝালদা পৌরসভার উপপৌরপ্রধান তথা তৃণমূল নেতা সুদীপ কর্মকার বলেন, “১৯ কোটি ৯ লক্ষ ৭০ হাজার টাকার টেন্ডার পাস হয়ে গিয়েছে। সম্প্রতি কাজের বরাত পেয়েছে মহারাষ্ট্রের একটি সংস্থা।”

পৌরবাসী বাসন্তী রক্ষিত বলেন,”এই প্রকল্প শুরু হলে শহরবাসী খুবই উপকৃত হবে। ‌আমাদের দীর্ঘদিনের জলের সমস্যা সমাধান হবে।” ঝালদার বাসিন্দা রাসবিহারী কান্দু বলেন, “এই খবরে শহরবাসী খুবই খুশি।”

উল্লেখ্য,বর্তমানে মুরগুমা জলাধার থেকে পাইপলাইনের মাধ্যমে জল আসে ঝালদা শহরে। কিন্তু সেই জলে চাহিদা মেটেনা বলে বারে বারে অভিযোগ ওঠে শহরের বাসিন্দা থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে। এলাকার জলের সমস্যা সমাধানে এই প্রকল্প ঝালদার মানুষের স্বপ্নপূরণ করবে বলে মনে করেছেন বাসিন্দারা।

Post Comment