নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
প্রকাশ্য বাজারে ছুরিকাহত-র ঘটনায় এক যুবককে গ্রেফতার করলো পুলিশ। গত রবিবার বিয়ে বাড়ির অনুষ্ঠানের জন্য পুরুলিয়ার ঝালদা স্টেশন বাজারে সবজি কিনতে গিয়েছিলেন কোটশিলার বড়রোলা গ্রামের বাসিন্দা সঞ্জয় রজক। সেখানে ওই যুবককে ছুরি চালায় বলে অভিযোগ। এই ঘটনায় অভিযুক্ত প্রসেনজিৎ রজককে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি
কোটশিলার চেকা গ্রামে। সোমবার ধৃতকে পুরুলিয়া আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়।
অভিযোগ সঞ্জয় বাজার করার সময় স্থানীয় গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ রজক সহ ৫ জন তাকে ঘিরে ধরে লাঠি নিয়ে ব্যাপক মারধর করে। এরপর একটি ছুরি দিয়ে সঞ্জয়ের প্রাণনাশের
চেষ্টা করা হয় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় তিনি বেঁচে যান। ওই অবস্থায় রক্তাক্ত যুবককে প্রথমে ঝালদা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় সঞ্জয়ের বাবা গুহিরাম রজক ঝালদা থানায়
অভিযোগ করেন।
Post Comment