insta logo
Loading ...
×

ঝালদায় সঙ্কটমোচন পুলিশ, রাধিকা পরীক্ষা দিল নির্বিঘ্নে

ঝালদায় সঙ্কটমোচন পুলিশ, রাধিকা পরীক্ষা দিল নির্বিঘ্নে

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনে দেরি হয়ে যাচ্ছিল কুটিডি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী রাধিকা ওরাং-এর। অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে গিয়ে নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। ঠিক সেই সঙ্কটমুহূর্তে পাশে দাঁড়াল ঝালদা থানার পুলিশ। দ্রুত ব্যবস্থা নিয়ে তারা রাধিকাকে তার পরীক্ষাকেন্দ্র ঝালদা হিন্দি হাই স্কুলে পৌঁছে দেয়। ফলে নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারে পরীক্ষার্থী।
উল্লেখ্য, এ বছর প্রথমবার রাজ্যে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ওএমআর শিটে পরীক্ষা শুরু হয়েছে। তাই পরীক্ষার্থীদের কাছে সময় মতো কেন্দ্রে পৌঁছনো ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশের এই মানবিক উদ্যোগে খুশি রাধিকার পরিবার থেকে শুরু করে স্থানীয় মানুষজনও।

পরীক্ষার্থী রাধিকা ওরাং বলে, “আমি ভেবেছিলাম হয়তো পরীক্ষাই দিতে পারব না। পুলিশের জন্যই সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছে পরীক্ষা দিতে পেরেছি। সত্যিই আমি কৃতজ্ঞ।”
রাধিকারের অভিভাবক ত্রিলোচন মাহাতো জানান, “আজকের দিনে পুলিশের এই ভূমিকা আমাদের কাছে এক আশীর্বাদের মতো। মেয়েকে সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে তারা যে সহায়তা করেছে, তা কখনও ভোলা যাবে না।”

Post Comment