insta logo
Loading ...
×

ঝালদায় লোকালয়ে কচ্ছপ, উদ্ধার করে জলাশয়ে ছাড়ল বন দফতর

ঝালদায় লোকালয়ে কচ্ছপ, উদ্ধার করে জলাশয়ে ছাড়ল বন দফতর

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

লোকালয়ে হঠাৎ কচ্ছপ। কচ্ছপ দেখতে পান ঝালদা নামোপাড়া এলাকার বাসিন্দারা। সোমবার বিকেলে স্থানীয় একটি বাড়ির সামনের রাস্তায় কচ্ছপটি ঘুরতে দেখা যায়। পরে এলাকাবাসীরা বিষয়টি গুরুত্ব দিয়ে বন দফতরকে খবর দেন।

খবর পেয়ে ঝালদা রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কচ্ছপটিকে উদ্ধার করেন। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া কচ্ছপটি সুস্থ রয়েছে এবং সেটিকে স্থানীয় এক জলাশয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

Post Comment