নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
সকাল থেকে লম্বা লাইন। রাজ্যে চাকরির অভাবের মাঝে আশার আলো হয়ে উঠল ঝালদার শ্রমিক কল্যাণ কেন্দ্রে আজ আয়োজিত এক রোজগার মেলা। স্বেচ্ছাসেবী সংগঠন ‘আর্ট অফ লিভিং’-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসংস্থান মেলায় সকাল থেকেই উপচে পড়া ভিড়। মেলার সূচনা হয় স্বামী রবিশঙ্করের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে। উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন জিতেন মাহাতো ও উজ্জ্বল মাহাতো।
জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজির হয়েছেন শতাধিক বেকার যুবক-যুবতী। কারও হাতে কলেজের সার্টিফিকেট, কেউ বা এসএসসি পাস করে বসে আছেন দীর্ঘদিন ধরে—চাকরির আশায় সবাই লাইনে দাঁড়িয়ে। সকাল থেকেই চলেছে রেজিস্ট্রেশন, ইন্টারভিউ প্রক্রিয়া, দায়িত্বে ‘আর্ট অফ লিভিং’-এর অভিজ্ঞ প্রশিক্ষক ও কর্মীবৃন্দ।
এই মেলায় মূলত সিকিউরিটি গার্ড, ওয়ার্ডবয়, কেয়ারটেকার, অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদে নিয়োগের ব্যবস্থা করা হয়েছে। উদ্যোক্তাদের দাবি অনুযায়ী, মোট ১০০৮টি পদে প্রার্থী বাছাইয়ের সম্ভাবনা রয়েছে। যাঁরা নির্বাচিত হবেন, তাঁদের দ্রুত কাজে নিযুক্ত করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
তবে মেলায় উপস্থিত একাধিক চাকরিপ্রার্থী জানান, কোন কোম্পানিতে, কী ধরণের কাজ—তা স্পষ্টভাবে জানানো হয়নি। শুধুমাত্র চাকরির আশায় তাঁরা হাজির হয়েছেন। কেউ কেউ বলেন, “কাজটা কী সে জানি না, তবে কাজ পেলে কিছু একটা তো শুরু করা যাবে।”











Post Comment