insta logo
Loading ...
×

ঝালদায় পদ হারালেন তৃণমূল সদস্যরা

ঝালদায় পদ হারালেন তৃণমূল সদস্যরা

নিজস্ব প্রতিনিধি , ঝালদা:

হাইকোর্টের নির্দেশ মেনে মঙ্গলবার মাড়ু-মসিনা গ্রাম পঞ্চায়েতে ডাকা তলবি সভায় সঞ্চালক পদ খুইয়েছেন তৃণমূলের চারজন সদস্য। কংগ্রেস পরিচালিত এই পঞ্চায়েতের সভায় উপস্থিত ছিলেন প্রশাসনের দুই প্রতিনিধি এবং কংগ্রেস দলের আটজন সদস্য। সভাস্থলে আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল। কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই এই বৈঠক সম্পন্ন হয় বলে জানা গেছে।

কংগ্রেস সদস্য রোহিন কুমার দাবি করেন, “হাইকোর্টের আদেশেই আমরা এই সভা ডেকেছি। নিয়ম মেনে বিরোধী দলের চারজন সঞ্চালককে অপসারণ করা হয়েছে।”

উল্লেখ্য, ১১টি আসনবিশিষ্ট এই পঞ্চায়েতে বিগত ত্রিস্তর পঞ্চায়েত ভোটে কংগ্রেস ৫টি, তৃণমূল ৩টি, আজসু ১টি এবং নির্দলরা ২টি আসন পায়। বোর্ড গঠনের আগেই দুই নির্দল প্রার্থী তৃণমূলে যোগ দিলে আজসুকে সঙ্গে নিয়ে বোর্ড গঠন করে তৃণমূল। প্রধান পদে আসেন নির্দল থেকে তৃণমূলে আসা উর্মিলা নায়ক। তবে কিছুদিনের মধ্যেই তিনি তৃণমূল ত্যাগ করে কংগ্রেসে যোগ দেন। এর ফলেই বদলে যায় বোর্ডের ভারসাম্য। শুরু হয় সঞ্চালক পদ ঘিরে আইনি টানাপোড়েন।

অপসারিত সঞ্চালক প্রিয়াঙ্কা মণ্ডল বলেন, “সংখ্যাগরিষ্ঠতা না থাকায় আমাদের সরিয়ে দেওয়া হয়েছে। হাইকোর্টের রায় মাথা পেতে গ্রহণ করছি।”

পঞ্চায়েত প্রধান উর্মিলা নায়ক বলেন, “বিধি মেনেই সভা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়েছে।”

Post Comment