insta logo
Loading ...
×

ঝালদায় দুই রাস্তার কাজের সূচনায় বিধায়ক সুশান্ত

ঝালদায় দুই রাস্তার কাজের সূচনায় বিধায়ক সুশান্ত

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:


দীর্ঘ প্রতীক্ষার অবসান। পুরুলিয়ার ঝালদার এক ব্লকের হেঁসাহেতু গ্রাম পঞ্চায়েতের দুটি গুরুত্বপূর্ণ ঢালাই রাস্তার নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বাঘমুন্ডি বিধায়ক সুশান্ত মাহাত। রবিবার এই উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালদা এক নম্বর ব্লকের বিডিও অভিককুমার বন্দ্যোপাধ্যায়, ঝালদা পঞ্চায়েত সমিতির সভাপতি সারতি মুড়া ও জেলা পরিষদ সদস্য নরেশচন্দ্র মাহাতো।

অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ থেকে থেকে বরাদ্দ পাওয়া অর্থে এই দুই প্রকল্পের কাজ শুরু হয়েছে। প্রথম প্রকল্পটি মুরাডি থেকে ডিগারডি, রানিবাঁধ পর্যন্ত রাস্তা। যার জন্য বরাদ্দ ২৭ লক্ষ১৪ হাজার ৪১৬ টাকা। দ্বিতীয় প্রকল্পটি কলমা গ্রাম থেকে পাটুব গ্রামের বিশ্বনাথ মাঝির বাড়ি পর্যন্ত। যার বাজেট ১৯‌ লক্ষ ৫১ হাজার ৮০৭ টাকা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, দ্রুতগতিতে কাজ এগোচ্ছে। আশা করা যাচ্ছে, এক মাসের মধ্যেই এই দুটি রাস্তার কাজ সম্পূর্ণ হবে।
বিধায়ক সুশান্ত মাহাত বলেন, “এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করতে পেরে আমরা গর্বিত। এই রাস্তা তৈরি হলে এলাকার যোগাযোগ আরও উন্নত হবে।” এদিকে স্থানীয় বাসিন্দা জিতেন মাহাত জানান, “রাস্তা তৈরি হলে পাটুব, কলমা সহ আশপাশের গ্রামের মানুষের যাতায়াত ও ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে।”

Previous post

পনের টাকা মেলেনি, ঝালদায় নব বধূকে ঢুকতে দিলো না শ্বশুরবাড়িতে, স্বামীর নামে নির্যাতনের অভিযোগ

Next post

লরির চালককে মারধর,কাঠগড়ায় বেলকুঁড়ি টোল প্লাজার ম্যানেজার, পুরুলিয়া মফস্বলে মামলা

Post Comment