নিজস্ব প্রতিনিধি , ঝালদা:
পুজোর ছুটির মাঝেই ঝালদায় ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। নতুন বাঘমুন্ডি রোডে অবস্থিত অন্নপূর্ণা ফাইনান্স কোম্পানির ঝালদা শাখায় রবিবার গভীর রাতে চুরি। নগদ টাকা নয়, ফাইনান্স কোম্পানির লকারে রাখা গুরুত্বপূর্ণ নথি চুরি করেছে দুষ্কৃতীরা। সোমবার সকালে অফিস খুলতেই ঘটনার কথা জানাজানি হয়।
শাখা ম্যানেজার তাপস মণ্ডল জানান, “পুজোর ছুটির জন্য আমরা কয়েকদিন অফিস বন্ধ রেখেছিলাম। সকালে এসে দেখি দরজার তালা ভাঙা, ঘরের জিনিসপত্র ছড়ানো, আলমারি ও ফাইলের র্যাক ভাঙা অবস্থায়।” পরে দেখা যায়, পাশের একটি নির্মীয়মাণ বাড়ির ভিতরে ভাঙা অবস্থায় পড়ে আছে অফিসের লকারটি।
তাপসবাবু আরও জানান, “লকারে কোনও নগদ টাকা ছিল না, তবে কিছু গুরুত্বপূর্ণ নথি নিখোঁজ। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। এমন ঘটনায় আমাদের কর্মীদের মধ্যে ভয় ঢুকেছে। প্রশাসনের কাছে অনুরোধ, অফিস এলাকায় রাতে টহলদারি ও নিরাপত্তা বাড়ানো হোক।”
খবর পেয়ে ঝালদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
Post Comment