insta logo
Loading ...
×

ঝালদায় এবার বনমহোৎসব

ঝালদায় এবার বনমহোৎসব

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

বছরভর কত উৎসবই তো হয়, কিন্তু কটা উৎসব ভবিষ্যতের কথা ভাবে? এবার ঝালদায় বিশেষ উৎসব আয়োজন করতে চলেছে জেলা বন দফতর।
পুরুলিয়া জেলা স্তরের বনমহোৎসবের মূল অনুষ্ঠান এ বছর অনুষ্ঠিত হবে ঝালদায়। শনিবার ঝালদা রেঞ্জ অফিসে এই নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পুরুলিয়ার ডিএফও অঞ্জন গুহ, জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, বাঘমুণ্ডির বিধায়ক সুশান্ত মাহাতো, ঝালদার মহকুমাশাসক রাখি বিশ্বাস, এসডিপিও (ঝালদা) গৌরব ঘোষ, ঝালদা থানার আইসি পার্থসারথি ঘোষ সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।

বৈঠক শেষে ডিএফও অঞ্জন গুহ জানান, “আগামী ১৬ জুলাই ঝালদা ১ নম্বর ব্লক অফিস লাগোয়া ময়দানে জেলার মূল বনমহোৎসব অনুষ্ঠান হবে। অনুষ্ঠানের সূচনা হবে এক পদযাত্রার মাধ্যমে।”

Post Comment