নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
দূরপাল্লার ট্রেন থেকে তিন নাবালককে উদ্ধার করে পুরুলিয়া চাইল্ড লাইনের হাতে তুলে দিল রেল পুলিশ। রেল পুলিশের তরফে জানানো হয়েছে, তাদের কাছে খবর আসে ঝাড়খন্ড রাজ্যের তিন কিশোর তাম্বরম সুপার ফাস্ট ট্রেনে রয়েছে। সেই মতো অভিযান চালিয়ে পুরুলিয়া জংশন থেকে তাদের উদ্ধার করে রেল পুলিশ। তারপর বৃহস্পতিবার তুলে দেওয়া হয় পুরুলিয়া চাইল্ড লাইনের কাছে। তিন কিশোরের নাম-মহম্মদ আরসাদ, বিমল দাস, মহম্মদ রানা।










Post Comment