বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া:
একপক্ষের হাতে ঝাঁটা, অন্যপক্ষের হাতে ফুলের তোড়া। বাউরি সমাজেরই ভিন্ন ভিন্ন সংগঠনের ভিন্ন ভিন্ন ভূমিকা দেখা গেল পুরুলিয়া পৌরসভা ঘিরে। গত মঙ্গলবার আবাস যোজনায় একাধিক অভিযোগ নিয়ে পুরুলিয়া পৌরসভা ঘেরাও কর্মসূচি গ্রহণ করে তপশিলি জাতি বাউরি সমাজের সদস্যরা।
তারা ব্যানার প্ল্যাকার্ডের পাশাপাশি ঝাঁটা হাতে বিক্ষোভ প্রদর্শন করে পুরুলিয়া পৌরসভা চত্বরে। ওইদিন তাদের বিক্ষোভ কর্মসূচি কয়েক ঘন্টা ধরে চলে। তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে পৌরসভার গেটে তালা ঝোলানোর কথাও বলেন তারা।

অন্যদিকে আজ বৃহস্পতিবার বাউরি সমাজের অন্য একটি সংগঠন তাদের প্রতিনিধিদের নিয়ে পুরুলিয়া পৌরসভা পৌর প্রধানের কার্যালয়ে গিয়ে তাঁকে সামাজিক গামছা এবং পুষ্প স্তবক দিয়ে সংবর্ধনা জানান। পাশাপাশি পৌর প্রধান নবেন্দু মাহালীর বিগত দিনের তপশিলি জাতি ও উপজাতিদের জন্য উন্নয়নমূলক কাজ নিয়ে বিশেষভাবে প্রশংসা করেন সমাজের প্রতিনিধিরা।











Post Comment