insta logo
Loading ...
×

জোড়া ঘূর্ণাবর্ত, কেমন বৃষ্টি জেলায়?

জোড়া ঘূর্ণাবর্ত, কেমন বৃষ্টি জেলায়?

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:

বৃষ্টির টানে একটু হলেও ভিজল পুরুলিয়া। তবে জেলার সব প্রান্ত সমান ভিজল না। কোথাও শূন্য, কোথাও আবার ঝরঝরিয়ে নামল বৃষ্টি। মঙ্গলবার জেলায় গড় বৃষ্টিপাত হয়েছে ৮.৫৩ মিলিমিটার। সবচেয়ে বেশি ভিজেছে বাঘমুন্ডি—৬০ মিলিমিটার। তার পরে ঝালদা ১০.৬ মিলিমিটার, বলরামপুর ১৮.১ মিলিমিটার, বরাবাজার ১৬ মিলিমিটার, মানবাজার ৪ মিলিমিটার, পুঞ্চা ২.২ মিলিমিটার বৃষ্টি পেয়েছে। কিন্তু হাতোয়াড়া, জয়পুর, নিতুড়িয়া, সাঁতুড়ি, হুড়া, কাশিপুর, পাড়া—এ সব জায়গায় মঙ্গলবার এক ফোঁটাও বৃষ্টি হয়নি।

জেলায় এ দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন নেমেছে ২৩.৯ ডিগ্রিতে।

হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব বিহারের উপর থাকা ঘূর্ণাবর্ত সরে গিয়ে এখন অবস্থান করছে সিকিমের উপরে। পাশাপাশি, উত্তর-পশ্চিম আরব সাগরে নিম্নচাপ এবং মৌসুমি অক্ষরেখা দক্ষিণ পাকিস্তান থেকে দিঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার উপকূলে আর এক ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে।

এই অবস্থায় দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার এবং শুক্রবার প্রায় সব জেলায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। শনিবার কলকাতা-সহ হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে। রবিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।

Post Comment