নিজস্ব প্রতিনিধি,বরাবাজার:
জেলা সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হলো নেশা মুক্ত ভারত অভিযান-সংক্রান্ত সচেতনতামূলক বৈঠক।
বরাবাজার ব্লকের হলরুমে আয়োজিত বৈঠকের মূল উদ্দেশ্য নেশা মুক্ত ভারত অভিযানের লক্ষ্যে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ এবং পুনর্বাসনের মাধ্যমে একটি সুস্থ ও নেশামুক্ত সমাজ গড়ে তোলা।
এই কর্মসূচিতে বক্তারা কিশোর-কিশোরীদের মোবাইল গেমের আসক্তি থেকে দূরে থেকে পড়াশোনা ও স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা সমাজ কল্যাণ আধিকারিক সুদীপ্ত সেনগুপ্ত, জেলা শিশু সুরক্ষা আধিকারিক হাসানুর মণ্ডল, বরাবাজার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সমিত রঞ্জন মণ্ডল, যুগ্ম আধিকারিক অর্ক মান্ডি, ব্লক ওয়েলফেয়ার আধিকারিক অরিজিৎ পাল এবং স্থানীয় স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
বরাবাজার হাই স্কুল, বরাভূম হাই স্কুল, বরাবাজার উচ্চতর বালিকা বিদ্যালয়, শাখারী বাঁশবেড়িয়া উচ্চতর বিদ্যালয় ও বরাবাজার বিক্রম টুডু মেমোরিয়াল কলেজের প্রায় ১০০ জন ছাত্রছাত্রী এই সচেতনতামূলক বৈঠকে অংশ নেন।
Post Comment