insta logo
Loading ...
×

‘জীবন’ কতটা এগিয়ে? দেখতে কেন্দ্রীয় প্রতিনিধি দল

‘জীবন’ কতটা এগিয়ে? দেখতে কেন্দ্রীয় প্রতিনিধি দল

নিজস্ব প্রতিনিধি, ঝালদা :

জল জীবন মিশনের কাজ কতটা এগিয়েছে তা সরেজমিনে খতিয়ে দেখতে মঙ্গলবার ঝালদার পস্তাবেরা গ্রামে হাজির হলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের দুই সদস্য। ঝালদা থানার অন্তর্গত এই গ্রামে জল জীবন মিশনের অধীনে নির্মিত রিজারভার পরিদর্শন করেন তাঁরা।

জেলার জনস্বাস্থ্য কারিগরি দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। প্রকল্প বাস্তবায়নের নানা দিক নিয়ে হয় বিস্তৃত আলোচনা। পুরুলিয়া জেলা জনস্বাস্থ্য কারিগরি দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জানান, “আজ কেন্দ্রীয় প্রতিনিধি দলের দুই সদস্য ঝালদা ১ ও ঝালদা ২ ব্লকের দুটি রিজারভার নির্মাণের কাজ ঘুরে দেখেছেন। তাঁরা রিপোর্ট তৈরি করে তা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেবেন।”

কেন্দ্রীয় প্রতিনিধি দলের পক্ষ থেকে অবশ্য কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে পরিদর্শনের পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গোটা প্রকল্পের কাজ স্বচ্ছ ও পরিকল্পনা মাফিক চলছে।

এদিন গ্রামবাসীদের মধ্যে সচেতনতা বাড়াতে জেলা জনস্বাস্থ্য কারিগরি দফতরের তরফে একটি বার্তাও দেওয়া হয়— জল যেন শুধুমাত্র পানীয় ও রান্নার কাজে ব্যবহার করা হয় এবং অপ্রয়োজনে জল অপচয় না করা হয়।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন জেলার অন্যান্য দপ্তরের আধিকারিকরাও। প্রশাসনের দাবি, কেন্দ্রীয় দলের এই পরিদর্শন প্রকল্পের স্বচ্ছতা ও গুণমান বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Post Comment