insta logo
Loading ...
×

জীবনের ধারাপাতে কবিতার জন্য এক ঝলক রোদ্দুর পুরুলিয়ায়

জীবনের ধারাপাতে কবিতার জন্য এক ঝলক রোদ্দুর পুরুলিয়ায়

সুজয় দত্ত, পুরুলিয়া :

এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে রেখে যাওয়ার অঙ্গীকার যখন তিনি করছেন, কিংবা তাঁর কণ্ঠে যখন ধরা দিচ্ছে সেই বাতিওয়ালার কথা, যে রাস্তায় রাস্তায় বাতি জ্বালিয়ে ফেরে, অথচ নিজের ঘরেই যার আলো জ্বালানোর সামর্থ্য নেই– তখন গায়ে কাঁটা দেয়।

কবিতার আবহে ভরে উঠল জেলা পরিষদের সভাঘর। বৃহস্পতিবার পুরুলিয়া জেলা পরিষদের একটি হলে প্রকাশিত হল কবিতার অ্যালবাম ‘এক ঝলক রোদ্দুর’। বাচিক শিল্পী জীবন কৃষ্ণ বিশ্বাস—পেশায় তিনি জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারি হলেও মননে কবিতা প্রেমী। প্রশাসনিক ব্যস্ততার ফাঁকেও যে কবিতা তাঁর সঙ্গী, সেই আভাস মিলল এই অ্যালবামে।

অ্যালবামের উদ্বোধন করেন জেলার অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সুদীপ পাল। তিনি লেখকের কবিতাচর্চার এই প্রয়াসকে অভিনন্দন জানিয়ে বলেন, “অফিসের কাজের বাইরে সাহিত্য সংস্কৃতির চর্চা জীবনকে অন্যভাবে ভাবতে শেখায়। জীবনবাবুর এই উদ্যোগ আগামী দিনে আরও অনেককে অনুপ্রাণিত করবে।”

প্রকাশ-অনুষ্ঠানে জেলা পরিষদের কয়েকজন আধিকারিক ও সংস্কৃতি-মনা মানুষ উপস্থিত ছিলেন। জীবন কৃষ্ণ বিশ্বাস জানান, কবিতা তাঁর কাছে জীবনের অন্বেষা ও আত্মকথন। সেই আবেগকেই তিনি সাজিয়েছেন ‘ এক ঝলক রোদ্দুর’-এ।

এই অ্যালবামে রয়েছে মোট ৬ টি কবিতা। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যর ছাড়পত্র ও প্রিয়তমাসু, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এক গাঁয়ে, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অমলকান্তি, জীবনানন্দ দাশের আমি যদি হতাম এবং কাজি নজরুল ইসলামের কান্ডারী হুঁশিয়ার। প্রতিটি কবিতাকেই দরদ দিয়ে নিজের কন্ঠে তুলেছেন জীবন বাবু। সমাজ মাধ্যম ইউটিউবেও মিলছে তার এই অ্যালবাম। সম্পূর্ণ বিনামূল্যে।

Post Comment