insta logo
Loading ...
×

জামাই ষষ্ঠীতে অরণ্য ষষ্ঠী! জঙ্গল বাঁচাতে নজর কাড়লো পুরুলিয়া

জামাই ষষ্ঠীতে অরণ্য ষষ্ঠী! জঙ্গল বাঁচাতে নজর কাড়লো পুরুলিয়া

নিজস্ব প্রতিনিধি,ঝালদা :

জামাই ষষ্ঠীর দিন অরণ্য ষষ্ঠী। পুরুলিয়ার জঙ্গলমহলে এ এক অন্য ছবি। কন্যার সুখী দাম্পত্য জীবন কামনার পাশাপাশি জঙ্গলের শ্রীবৃদ্ধি কামনায় গাছকে পুজো দিলেন মহিলারা। পুরুলিয়ার বিভিন্ন প্রান্তের মতো ঝালদা এলাকার মহিলারাও ব্রতী রেখে গাছের পূজো দিলেন। এদিন মহিলারা গাছের পূজো দিয়ে কামনা করেন অরণ্য বৃদ্ধির। সাধারণত বট বা অশ্বত্থ গাছে ধুপ, ধুনো দিয়ে প্রদীপ জ্বালিয়ে আবাহন করা হয় অরণ্যের।পুরুলিয়া বনবিভাগের এডিএফও সায়নী নন্দী জানান, “জঙ্গলমহলের এই সংস্কৃতি আর পাঁচটা বিষয়ের মতই তারিফ করার মতো । অরণ্যের শ্রী বৃদ্ধিতে মহিলাদের এই পুজো যেন আমাদের কাজকে আরও সহজ করে দেয়।”
ঝালদার বাসিন্দা তথা এদিন অরণ্য ষষ্ঠীর পুজো পাঠে অংশ নেওয়া অনিতা কর্মকার, ঊষা সেন বলেন, “প্রাচীন কাল থেকেই আমরা জামাই ষষ্ঠীর দিন অরণ্যের শ্রী বৃদ্ধি কামনায় বট গাছকে পুজো দিয়ে থাকি।” পুরোহিত ভাস্কর আচার্যের কথায়, “এই পুজোয় বটবৃক্ষকে ফলমূল, প্রদীপ, ধূপ দিয়ে পুজো করা হয়। এই জেলায় জঙ্গল যাতে আরও বাড়ে সেই লক্ষ্যেই এই পূজাপাঠ।”

Post Comment