নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:
লক্ষ্য স্বনির্ভরতা৷ আর সেই লক্ষ্যেই বেশ কিছু মহিলার হাতে সেলাই মেশিন তুলে দেন বন দফতরের আধিকারিকেরা। বনমহোৎসবের মঞ্চ থেকেই এম্ন বিশেষ উদ্যোগ। অন্যদিকে ফলের বাগান তৈরির পথে এক নতুন অধ্যায়ের সূচনা করল বনদফতর। বৃহস্পতিবার কংসাবতী দক্ষিণ বন বিভাগের বান্দোয়ান ২ রেঞ্জের লতাপাড়া বিট অফিস প্রাঙ্গণে আয়োজিত বনমহোৎসবের অনুষ্ঠানে ফলের গাছ বসিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হল এই কাজ।
দপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রায় দুই হেক্টর জমির উপর আম, আপেল, লিচু, চেরি, মৌসম্বী লেবু, গন্ধরাজ লেবু, আতা ও পেয়ারা সহ নানা ধরনের ফলের গাছ লাগানো হবে। শুধু ফলবাগান গড়াই নয়, পরিবেশ সচেতনতা বাড়াতে অনুষ্ঠানের শুরুতে লতাপাড়া গ্রামের মধ্য দিয়ে পড়ুয়াদের নিয়ে সবুজ পদযাত্রা করে বনকর্মীরা।
অনুষ্ঠানে গাছ লাগানোর পাশাপাশি স্থানীয় মানুষদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হন বেশ কয়েকজন বনকর্মী। এছাড়াও, স্বনির্ভরতার লক্ষ্যে এলাকার বেশ কিছু মহিলার হাতে সেলাই মেশিন তুলে দেন দপ্তরের আধিকারিকেরা।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, বন ও ভূমি সংস্কার স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ জয়মল ভট্টাচার্য, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রতিমা সরেন ও কলেন্দ্রনাথ মান্ডি, পুরুলিয়া বন বিভাগের ডিএফও অঞ্জন গুহ, কংসাবতী দক্ষিণ বন বিভাগের ডিএফও পুরবী মাহাতো প্রমুখ।











Post Comment