সুইটি চন্দ্র, পুরুলিয়া:
জঙ্গলমহল পুরুলিয়ার ছয় জন প্রতিভাবান জিমন্যাস্টিকসের জাতীয় স্তরের মঞ্চে পা রাখছে। পুরুলিয়া জেলা জিমন্যাস্টিকস অ্যাসোসিয়েশনের ওই
অ্যাথলিটরা সোমবার রাতে রওনা হন উত্তরাখণ্ডের দেরাদুনে। সেখানে ‘অল এজ গ্রুপ অ্যাক্রোবেটিক জিমন্যাসটিক্স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৬ কাম এশিয়া কাপ সিলেকশন ট্রায়াল’ প্রতিযোগিতায়
অংশ নেবেন তারা।
এই প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে জিমন্যাস্টিকস ফেডারেশন অফ ইন্ডিয়া -র তত্ত্বাবধানে এবং উত্তরাখণ্ড জিমন্যাস্টিকস অ্যাসোসিয়েশনের পরিচালনায়। চলতি বছরের আগামী ৬ থেকে ১০ই আগস্ট দেরাদুনের মহারানা প্রতাপ স্পোর্টস কলেজ ক্যাম্পাসে দেশের বিভিন্ন প্রান্তের প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠিত হবে এই চ্যাম্পিয়নশিপ।
বাংলা দলের হয়ে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন পুরুলিয়ার ৬ অ্যাথলিট
বিনয় বাউরি, ইরফান আনসারি, প্রতী রাজোয়াড়, অনু রাজোয়াড়, তিথি গড়াই, শ্রাবণী বাউরি। এই ৬ প্রতিযোগীর প্রশিক্ষণ এবং সার্বিক পরিচালনার দায়িত্বে রয়েছেন পশ্চিমবঙ্গ জিমন্যাস্টিকস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোচ ও ম্যানেজার এবাদুল হক হালদার (ময়না)। বাংলা দলের মোট ১১০ জন প্রতিযোগী ও প্রশিক্ষকের মধ্যে পুরুলিয়া জেলার এই প্রতিযোগীরা রাজ্যের প্রতিনিধিত্ব করবেন।











Post Comment