নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা :
আদিবাসী দর্শনে পরিবেশগত চিন্তাভাবনা নিয়ে এক দিনের জাতীয় সেমিনারের আয়োজন করল লৌলাড়া রামানন্দ সেন্টিনারি কলেজ। অনুষ্ঠানটির উদ্যোগ নেয় কলেজের কুড়মালি বিভাগ ও ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (IQAC)।
মঙ্গলবার সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঁচির রাম লক্ষণ সিংহ যাদব কলেজের অধ্যাপিকা নীলু কুমারী এবং কাশীপুর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের অধ্যাপক ডা ক্ষীরোদ মাহাতো। এ ছাড়াও অনুষ্ঠানে যোগ দেন রামানন্দ সেন্টিনারি কলেজের অধ্যক্ষ ডা প্রতাপ কুমার পন্ডা, প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা রাম শঙ্কর প্রধান, আইকিউএসি-র কো-অর্ডিনেটর ডা অভিষেক দে-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। আয়োজকদের দাবি, ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের সক্রিয় সহযোগিতায় অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়।
Post Comment