insta logo
Loading ...
×

জাইকা-র জলে আমন নষ্ট,৫ দিনের মধ্যেই ক্ষতিপূরণ মানবাজারে

জাইকা-র জলে আমন নষ্ট,৫ দিনের মধ্যেই ক্ষতিপূরণ মানবাজারে

নিজস্ব প্রতিনিধি, মানবাজার:


জাইকা জলপ্রকল্পের পাইপ ফেটে ফসল নষ্ট হওয়ার মাত্র পাঁচ দিনের মধ্যেই ক্ষতিপূরণ পেলেন মানবাজার ১ ব্লকের ছাল্লা গ্রামের ১২ জন কৃষক। প্রশাসনের এই দ্রুত পদক্ষেপে খুশি ক্ষতিপূরণের মুখে পড়া কৃষকরা।

গত ১০ নভেম্বর ছাল্লা গ্রামের বেশ কয়েকজন কৃষকের পাকা আমন ধান ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি জানতে পেরে স্থানীয় ব্লক প্রশাসন দ্রুত জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে।
উপকৃষি অধিকর্তা ( প্রশাসন)
ও সহ কৃষি অধিকর্তার নেতৃত্বে একটি দল ক্ষতিগ্রস্ত জমির সমীক্ষা করে বাস্তবিক ক্ষতির হিসাব সংগ্রহ করে। সেই রিপোর্টের ভিত্তিতে জেলাশাসক নিজেই আর্থিক ক্ষতিপূরণের অনুমোদন দেন।
শনিবার ওই ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে ক্ষতিপূরণের অর্থ তুলে দেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী
সন্ধ্যারানি টুডু। উপস্থিত ছিলেন মানবাজার ১ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশীষ ধর, জেলা পরিষদের সদস্য, স্থানীয় পঞ্চায়েত প্রধান, কৃষি আধিকারিকরা সহ সমাজসেবী গুরুপদ টুডু।

Post Comment