insta logo
Loading ...
×

জল পাম্পে উঠলো পুলিশের সন্দেহ

জল পাম্পে উঠলো পুলিশের সন্দেহ

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর :

রাত দশটায় পুরোনো জল পাম্প বগলদাবা করে, সঙ্গে কালো তার কাঁধে তুলে চার যুবক হাঁটছে, শুনেই সন্দেহ বলরামপুর থানার পুলিশের। সন্দেহজনক গতিবিধি, সঙ্গে জিনিসের রকমসকম দেখে পুলিশের কপালে চিন্তার ভাঁজ। আর তারপরই ঘটল হাতেনাতে ধরার খেলা।

পুলিশ সূত্রে খবর, সোমবার রাতেই খবর আসে বলরামপুর-কুরনি রাস্তা দিয়ে রুচাপের দিকে কয়েকজন যুবক যাচ্ছেন, হাতে রয়েছে পাম্প সহ অন্যান্য জিনিসপত্র। ব্যস, তড়িঘড়ি বেরমা বাইপাসে ওঁত পেতে বসে যায় পুলিশ। বলা বাহুল্য, দর্শন মিলতেই নাটকীয়তা চরমে ওঠে—দু’জন জল পাম্প হাতে, আর দু’জন গা ঘেঁষে তার বয়ে চলেছে।

জিজ্ঞাসাবাদের পর উঠে আসে চারজনের পরিচয়—বলরামপুরের মুরুগোড়া গ্রামের লক্ষীকান্ত মাহাত, গুরুপদ মাহাত, শক্তিপদ মাহাত এবং বরাবাজার থানার বেড়াদা মুদিডির বাসিন্দা গণেশ মাহাত।

পুলিশ জানায়, এই চক্র পুরোনো পাম্প-তার চুরি করে পাচারের চেষ্টা করছিল। মামলা দায়ের করে মঙ্গলবার চারজনকেই তোলা হয় পুরুলিয়া জেলা আদালতে। বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

পুরোনো পাম্পের এমন ‘নতুন রুট’ দেখে অনেকেই বলছেন—”এ পাম্পে তো জল ওঠেনি, উঠল পুলিশের সন্দেহ!”

Post Comment