insta logo
Loading ...
×

জলবন্দি মাহালিতোড়া প্রাথমিক বিদ্যালয়, বন্ধমিড-ডে মিল

জলবন্দি মাহালিতোড়া প্রাথমিক বিদ্যালয়, বন্ধমিড-ডে মিল

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে পুরুলিয়া ১ নম্বর ব্লকের মাহালিতোড়া প্রাথমিক বিদ্যালয়। গত তিনদিন ধরে হাঁটু জল জমে রয়েছে গোটা স্কুল চত্বরে। জল জমে যাওয়ায় বিঘ্নিত হয়েছে পঠনপাঠন। বন্ধ রয়েছে মিড ডে মিলের রান্নাও।

বিদ্যালয়ে ন্যূনতম নিকাশি ব্যবস্থার অভাবে বৃষ্টির জল জমে ঢুকে পড়েছে একাধিক শ্রেণিকক্ষে এবং মিড ডে মিলের রান্নাঘরে। ফলে রান্নার কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছেন কর্মীরা। নলকূপগুলিও অর্ধেক জলের তলায় চলে যাওয়ায় ছাত্রছাত্রীদের বাইরে থেকে জল পান করতে হচ্ছে। ওই
বিদ্যালয়ে বর্তমানে ৩৯ জন পড়ুয়া এবং চারজন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। তবে জলমগ্ন অবস্থার কারণে উপস্থিতির হার মারাত্মকভাবে কমে গিয়েছে। হাতে গোনা কয়েকজন ছাত্র-ছাত্রী হাঁটু জল পেরিয়ে বিদ্যালয়ে এলেও অধিকাংশ অভিভাবক সন্তানদের পাঠাতে অনিচ্ছুক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পম্পা বন্দ্যোপাধ্যায় জানান, “বিগত কয়েকদিন ধরে বিদ্যালয়ের এই অবস্থার কথা বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি।”অন্যদিকে এলাকার বাসিন্দা ও মিড ডে মিল রান্নার কর্মী গিরিবালা মাহাতো বলেন, “জলের মধ্যে দাঁড়িয়ে কীভাবে রান্না করব বলুন? রান্নাঘরের অবস্থাও খুব খারাপ। আমরা অনেক কষ্টে কাজ চালাচ্ছি। পড়ুয়ারাও কষ্ট পাচ্ছে।”

স্থানীয় বাসিন্দারা দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা ও স্কুল চত্বর সংস্কারের দাবি জানিয়েছেন। প্রশাসনের তরফে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন অভিভাবকরা।

Post Comment