নিজস্ব প্রতিনিধি, মানবাজার
জঙ্গলমহলের পিছিয়ে পড়া শবর সমাজের উন্নয়নে পাঁচ দশক ধরে নিরলসভাবে কাজ করে চলা সমাজকর্মী জলধর শবরকে সম্মান জানাল কলকাতা বিশ্ববিদ্যালয়। ‘হুল বিদ্রোহ ও শবর’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে প্রদান করা হয় সম্মানসূচক স্মারক।
জলধর শবর বর্তমানে পশ্চিমবঙ্গ খেড়িয়া শবর কল্যাণ সমিতির সম্পাদক। পুঞ্চা ব্লকের রাজনোয়াগড় গ্রামে অবস্থিত এই সংস্থার কার্যালয় থেকে দীর্ঘদিন ধরে তিনি শবর সম্প্রদায়ের শিক্ষা, সমাজে পুনঃস্থাপন এবং কর্মমুখীকরণে নিরলস কাজ করে চলেছেন।
শবর সমাজের উন্নয়নে একসময় যিনি বিশেষভাবে কাজ করেছিলেন, তিনি বিশিষ্ট সাহিত্যিক মহাশ্বেতা দেবী। তিনিই গড়ে তুলেছিলেন পশ্চিমবঙ্গ খেড়িয়া শবর কল্যাণ সমিতি।

পাশাপাশি এই সমাজের পাশে থেকেছেন রাজনোয়াগড় রাজ পরিবারের উত্তরসূরী গোপীবল্লভ সিংদেও এবং বীরেন্দ্র লাল সিং দেও।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সম্মাননা গ্রহণ করে জলধর শবর যখন রাজনোয়াগড়ে ফিরে আসেন, তখন তাঁকে সংবর্ধনা জানান স্থানীয় মানুষজন ও ছাত্র-ছাত্রীরা। তাঁর এই স্বীকৃতি শুধু শবর সমাজ নয়। গোটা জঙ্গলমহলের মানুষের কাছে এক গর্বের মুহূর্ত। গত বছর তাঁকে রাজ্য সরকারও পুরস্কৃত করে। শবরদের ওই সংগঠনের অধিকর্তা প্রশান্ত রক্ষিত জানান, এই প্রান্তিক জনজাতির সামগ্রিক উন্নয়নে
জলধর শবর উদাহরণ হয়ে থাকবেন।










Post Comment