নিজস্ব প্রতিনিধি , মানবাজার:
মানবাজারে শুরু ফুটপাথ দখলমুক্ত অভিযান। যানজট রোধে রাস্তায় নামলেন খোদ মানবাজার এসডিও মোহম্মদ মানজার হোসেন আনজুম, মানবাজার এসডিপিও বরুণ বৈদ্য সহ মানবাজারের সিআই, মানবাজার থানার ওসি। তাঁদের নেতৃত্বে চলে বিশেষ অভিযান। শনিবার বিকেল নাগাদ মানবাজার ব্যাংক মোড় থেকে হাসপাতাল মোড় হয়ে মানবাজার চক মোড় এবং মানবাজার দাসপাড়া সহ বিভিন্ন জায়গায় চলে এই অভিযান। মূলত যানজট রোধে রাস্তায় নেমে ফুটপাথ দখলমুক্ত অভিযান শুরু করল মানবাজার মহকুমা প্রশাসন।এদিন প্রশাসনের পক্ষ থেকে পায়ে হেঁটে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। প্রতিটি দোকানদারকে রাস্তার উপর মালপত্র রাখতে নিষেধ করা হয়েছে।











Post Comment