দেবীলাল মাহাত, আড়শা:
মাধ্যমিক, জয়েন্ট এন্ট্রান্স( মেন) পরীক্ষার পর আবার সেরার সেরা দেবদত্তা মাঝি। এবার সর্বভারতীয় জয়েন্টে (আ্যডভ্যান্স ) মেয়েদের মধ্যে সেরা পুরুলিয়ার মেয়ে দেবদত্তা মাঝি। এবছর আই আই টি(IIT) খড়গপুর জোন থেকে পরীক্ষা দিয়েছিল সে। সোমবার সর্বভারতীয় জয়েন্টের (আ্যডভ্যান্স)ফল প্রকাশিত হয়। তাতে দেখা যায় ৩৬০ নম্বরের মধ্যে ৩১২ পেয়ে সারা দেশে মেয়েদের মধ্যে সেরা হয়েছে দেবদত্তা মাঝি। সার্বিক ভাবে দেশের নিরিখে তার ব়্যাঙ্ক ১৬ । ৩১২- র মধ্যে রসায়নে ১১০, পদার্থ বিদ্যায় ৯৯, অঙ্কে ১০৩ পেয়েছে দেবদত্তা।

জঙ্গলমহলের অযোধ্যা পাহাড়ের কোলে আড়শা ব্লকের জামবাদ গ্রামে আদি বাড়ি দেবদত্তার। কৃতী ছাত্রীর বাবা জয়ন্ত মাঝি ও মা শেলি দাঁ কর্মসূত্রে বর্ধমানের কাটোয়াতে থাকেন। দু’দিন আগেই গ্রামের বাড়িতে ছুটি কাটাতে এসে অযোধ্যা পাহাড় ঘুরে কাটোয়াতে ফিরে যান দেবদত্তা। ফিরে গিয়েই আজ সোমবার সকালে সর্বভারতীয় জয়েন্টের (আ্যডভ্যান্স) পরীক্ষার ফলাফল হাতে পায় সে। স্বভাবতই এই সাফল্যে নিজেও খুব খুশি দেবদত্তা ও তার বাবা, মা।

ফোনে পুরুলিয়া মিররের প্রতিনিধিকে তার মা শেলি দাঁ জানান, মেয়ের এই সাফল্যে খুবই খুশি। এটি একটি ভীষন কঠিন পরীক্ষা। বাড়িতে থেকে বাংলা মিডিয়ামে পড়াশোনা করে এই সাফল্য পেয়েছে সে। দেশের মধ্যে আবার মেয়ে সেরা হয়েছে এটা অত্যন্ত আনন্দের। প্রথম দিকে দেবদত্তার আইআইটি পড়ার স্বপ্ন থাকলেও, জয়েন্টের রেজাল্ট দেখে সে মত বদল করেন। দেবদত্তা জানান, “বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে (IISC) ম্যাথ এন্ড কম্পিউটিং-র উপর বিটেক করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবোটিক্স উপর গবেষণা করতে চাই।”

দেবদত্তা ছোট থেকেই ভীষণ মেধাবী। ২০২৩ সালে মাধ্যমিকে রাজ্যের মধ্যে প্রথম, জয়েন্ট এন্ট্রান্স (মেন) প্রথম সেশনে রাজ্যের প্রথম, জয়েন্ট এন্ট্রান্স (মেন) দ্বিতীয় সেশনে সর্বভারতীয় ক্ষেত্রে প্রথম, উচ্চমাধ্যমিকে রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করে। তারপর জয়েন্ট (আ্যডভ্যান্স) পরীক্ষায় আবার সর্বভারতীয় ক্ষেত্রে প্রথম হলেন দেবদত্তা।
Post Comment