insta logo
Loading ...
×

জয়পুর বাজারে সবজি বেচলেন জয়েন্ট বিডিও!

জয়পুর বাজারে সবজি বেচলেন জয়েন্ট বিডিও!

নিজস্ব প্রতিনিধি, জয়পুর :

বৃহস্পতিবার সকালে জয়পুর লক্ষ্মীমেলা বাজারে হুলুস্থুল। খোদ জয়পুর ব্লকের জয়েন্ট বিডিও বেচছেন আলু, পটল সবজি! এ কী কাণ্ড! আসলে প্লাস্টিক বর্জন দিবস উপলক্ষে একটি সচেতনতামূলক ভিডিও ফিল্মের শ্যুটিং হলো জয়পুরে। সেই শ্যুটিং উপলক্ষে সবজি বিক্রেতার ভূমিকায় অভিনয় করলেন জয়েন্ট বিডিও শমীক দাস।

প্লাস্টিক বর্জন দিবস উপলক্ষে এদিন বিশেষ ভূমিকা নিয়েছিল জয়পুর পঞ্চায়েত সমিতি ও জয়পুর ব্লক। জয়পুর বাজারে আয়োজিত হয় র‍্যালি। আমরা কাণ্ডারী ওয়েল ফেয়ার সোসাইটির তত্ত্বাবধানে ও জয়পুর ব্লকের ব্যবস্থাপনায় জয়পুর গার্লস হাইস্কুলের ছাত্রীরা স্থানীয় আটাকল চকে উপস্থাপন করে সচেতনতামূলক পথ নাটক। প্লাস্টিক বর্জন কেন প্রয়োজন সে বিষয়টি সুচারুভাবে উপস্থাপন করা হয় নাটকে। বক্তব্য রাখেন জয়পুর থানার আইসি লিটন রক্ষিত। জেলা পরিষদের উপ সচিব জীবনকৃষ্ণ বিশ্বাস বলেন, ” পয়লা জুলাই থেকে তেসরা জুলাই পর্যন্ত জেলা জুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ বর্জন দিবস। প্লাস্টিক কীভাবে সভ্যতাকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সে বিষয়ে জনগণকে সচেতন করাই উদ্দেশ্য। “

Post Comment