নিজস্ব প্রতিনিধি, জয়পুর:
এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাল এক শিশু। জয়পুরের আলকুশা গ্রামে এই ঘটনায় মৃত শিশুর নাম দিনেশ মাহাত (৫)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে অসাবধানতাবশত শিশুটি বাড়ির কাছে একটি কুয়োতে পড়ে যায়। পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে জয়পুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। তবে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর জয়পুর থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। শিশুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই হৃদয়বিদারক ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।











Post Comment