নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:
জয়চন্ডী পাহাড়ে ঘটে গেল রুদ্ধশ্বাস ঘটনা । শনিবার সকালে পাহাড়ের চূড়া থেকে পড়ে গিয়ে এক যুবক আটকে পড়েন পাহাড়ের খাঁজে। ঘটনায় এলাকাজুড়ে ছড়ায় ব্যাপক চাঞ্চল্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল নাগাদ জয়চণ্ডী পাহাড়ের পাদদেশে থাকা দোকানদাররা দেখতে পান, এক যুবক পাহাড়ের একেবারে চূড়ার নিচে বিপজ্জনক অবস্থায় বসে রয়েছেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রঘুনাথপুর থানায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি বিশেষ দল।
দীর্ঘ প্রচেষ্টার পর, রশির সাহায্যে ওই যুবককে উদ্ধার করেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া যুবকের নাম ফরিদ আনসারী, বাড়ি ঝাড়খণ্ড রাজ্যে।
তবে ঠিক কীভাবে তিনি পাহাড়ের চূড়া থেকে পড়ে ওই খাঁজে আটকে গেলেন, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথপুর থানার পুলিশ।
প্রাথমিকভাবে যুবকের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। তবে চিকিৎসার জন্য তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
Post Comment