নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
জমি সংক্রান্ত বিবাদের জেরে এসইউসিআই পার্টি কার্যালয়ে ঢুকে এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে পুরুলিয়ার হুড়া থানার অন্তর্গত বারোঘুটু গ্রামে। অভিযোগ, লালপুর কলেজ মোড়ের কাছে প্রায় আট বছর ধরে একটি দলীয় কার্যালয় রয়েছে। ওই জমিটি পার্টির এক কর্মীর নামে নথিভুক্ত। সম্প্রতি জমি নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়। অভিযোগ, সেই বিবাদের জেরে রবিবার সকালে কয়েকজন লাঠি-সোটা নিয়ে কার্যালয়ে ঢুকে হামলা চালায়। এতে রক্তাক্ত জখম হন দলীয় কর্মী তন্ময় মহাপাত্র। এই ঘটনার পর তন্ময় মহাপাত্র চারজনের বিরুদ্ধে হুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে, অভিযুক্তদের দাবি, হামলার অভিযোগ ভিত্তিহীন। পাল্টা তাদের অভিযোগ, সংশ্লিষ্ট জমিটি তাঁদেরই মালিকানাধীন। জমি নিয়ে দ্বন্দ্বের জেরেই এই বিরোধ তৈরি হয়েছে বলে তাদের বক্তব্য।








Post Comment