নিজস্ব প্রতিনিধি, আড়শা:
নির্মাণ করা হবে বিদ্যালয়ের নতুন ভবন। সোমবার ব্লকের ইঞ্জিনিয়ারকে সাথে নিয়ে জমি পরিদর্শন করলেন আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি। আড়শা ১নং চক্রের গুড়াহাটা প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের জন্য বরাদ্দ হয়েছে ১১লক্ষ টাকা।

সাথে সাথে শৌচালয়ের জন্য বরাদ্দ হয়েছে ৩ লক্ষ ৫০ হাজার টাকা। আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি জানান, “গ্রামবাসীদের সাথে নিয়ে জমি চিহ্নিত করনের কাজ হয়েছে। শীঘ্রই নতুন ভবনের কাজ শুরু হবে।” নতুন ভবন পেয়ে খুশি গ্রামবাসীরাও।
Post Comment