নিজস্ব প্রতিনিধি, সাঁওতালডিহি:
নরকঙ্কাল উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ার সাঁওতালডিহি থানার পড়াডি জঙ্গল এলাকায়। স্থানীয় বাসিন্দারা সোমবার দুপুরে জঙ্গলের মধ্যে হাড়গোড় পড়ে থাকতে দেখে চমকে যান। পুলিশে খবর দেন তারা।
খবর পেয়ে সাঁওতালডিহি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। পুলিশের প্রাথমিক অনুমান, প্রায় এক মাস আগে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। ঘটনাস্থল থেকে কিছু কাপড় ও একটি থালা উদ্ধার হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রায় এক মাস আগে ওই এলাকায় এক ভিক্ষুককে ঘোরাফেরা করতে দেখা যেত। পরবর্তী সময়ে আর কেউ দেখতে পাননি তাকে। মৃত ব্যক্তির পরিচয় জানার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।
ঘটনায় সাঁওতালডিহি থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে।
Post Comment